ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ১ বছরের জন্য (২০২৩-২৪ কার্যবর্ষ) নতুন কমিটি গঠন করা হয়েছেন। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিল দেব রায় সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুনূর হাসান নাহিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শনিবার (০২ ডিসেম্বর) কমিটির সদ্য সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ফারহান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সানজিদা ফেরদৌসী লাবণ্য, আবু রায়হান রনি, মো: আবু নাঈম রনি, মেঘনাথ বর্মণ, মো: খোকন রেজা, আফতাব আহমেদ আলাব্বী, মো: হৃদয় ইসলাম, হৃদয় চন্দ্র সিনহা, মো: শফিকুল আজম ভূঁইয়া আকাশ, পুর্ণিমা রাণী, পজিট্রন রাহ, মো: সাদমান সাকিব, আফসানা জেরিন আশা, মো: রুমান রানা ও মো: রিমন আল হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুনুর হাসান নাহিব, মো: মুক্তারুল ইসলাম, মো: সাব্বির হোসেন, সাহানা শানু, মো: খালিদ বিন আশরাফ অন্তর, মো: শাহরিয়ার হাসান সাকিব, সোহানুর রহমান সোহান, সিফাত জাহান আইভি, নাহিদা হিমু ও মো: তুষার হক।
সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান সৌরভ, সাব্বির সায়েম, আতিয়া বুশরা ইশা ও মো: রাকিব রানা, অর্থ সম্পাদক মিলন রানা মুরাদ, উপ-অর্থ সম্পাদক রিফাতুন জান্নাত নীলা, দপ্তর সম্পাদক মুস্তাফিক আলাব্বী স্বপন, উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান মিম, প্রচার সম্পাদক পবিত্র রায়, উপ-প্রচার সম্পাদক ইয়াশ রোহান, ছাত্র বিষয়ক সম্পাদক মো: নূর ইসলাম, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মানিক, ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিসা বিনতে ইকবাল ও উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক জাকিয়া ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক জয়া রায়, উপ-সাংস্কৃতিক সম্পাদক রুমি আক্তার।
আইন সম্পাদক জয়তুন নাহার জেমি, উপ-আইন সম্পাদক সামসুন্নাহার সুরভি সাদিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক, লোকমান শাকিল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিব ইয়াশীর, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাশিফ, সমাজ কল্যাণ সম্পাদক তানমিন সুইটি শিনা, উপ-সমাজ কল্যাণ সম্পাদক মো: মামুন আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল আল কাইয়ুম ফারাবী ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ।
কার্যকরী সদস্য সুবংকর রায়, সুমাইয়া সুমু, রিফা তাসফিয়া রাইতা, মারুফ, আরিক আকবর প্রাঞ্জল, নোমান, সাউফা ইয়াসমিন, সুবর্ণ অধিকার, আব্দুস সবুর, তোজামুল, ইদুল, আবির ক্রান্তি, মেহেরুন ঝিনুক, মুন্না, রাশেদ, আশিকুর, তোজাম্মেল হক, তৌফিক ও জাকিয়া সুলতানা।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন- অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক মো: তৌহিদুর রহমান, অ্যাডভোকেট ফজলে বকুল, মো: নাজমুল ইসলাম, অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান, মো: আবু সালেহ শামিম, মো: সাইফুল্লাহ আলম, মো: জহির উল ইসলাম, মো: আরাফাত সরকার জীবন, মো: সাজ্জাদ বিন ইবরাহীম, মো: আসাদুজ্জামান বাঁধন ও মো: নূর ইসলাম।
এছাড়াও উপ-উপদেষ্টা হিসেবে রয়েছেন- মো: ফারহান ইশরাক, মো: মামুন অর রশীদ, আব্দুর রহমান, মিনহাজুল হক রুমন, মাহবুবা রিমু, মো: আব্দুল কাইয়ুম, মোখলেসুর রহমান সুইটি,মো: ফাহিম ফয়সাল ও মো: রাকিব শাহরিয়ার নিশাত।