আব্দুল্লাহ৷ আল মাহদী
প্রথম বুলেটিন
বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি হতাশ করেছিল ভক্ত সমার্থকদের। বিশ্বাকাপের ১০ ম্যাচের ৮ ম্যাচেই হেরেছিল টাইগাররা। বাংলাদেশের থেকে তুলনামূলক দূর্বল দল নেদারল্যান্ডস এর সাথেও হেরেছিল। অবশেষে শান্ত-তাইজুলদের হাত ধরে ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারলো ১৫০ রানে। এই জয়ে ১-০ তে টেস্ট সিরিজ লিড নিল টাইগাররা।
এর আগে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে মাহমুদুল হাসানের ৮৬ রানপর উপর ভর করে বাংলাদেশ ৩১০ রানে ৮৫.৫ ওভারে অলআউট হয় বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেট নেন ফিলিপস এবং ২টি করে উইকেট নেন জেমিনিসান ও এজাজ পাটেল । পরবর্তীতে নিউজিল্যান্ডে ১০১.৫ বলে ৩১৭ রান করে অলআউট হয়। এতে করে নিউজিল্যান্ড লিড নেয় ৭ রানে। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেয় তাইজুল এবং ৩ উইকেট তুলে নেন অভিজ্ঞ মুমিনুল।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে শান্তর রেকর্ড করা সেঞ্চুরিতে বাংলাদেশ করে ১০০.৪ ওভারে ৩৩৮(১০) রান এতে করে বাংলাদেশ লিড নেয় ৩৩১ রানের। জবাবে নিউজিল্যান্ডে করতে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয় পড়ে। তাইজুল ইসলামের বুদ্ধিদীপ্ত বোলিং এ কিউইরা গুটিয়ে যায় ৭১.১ ওভারে ১৮১(১০) রান করে।ফলে বাংলাদেশ পায় ১৫০ রানের ঐতিহাসিক জয়।
ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম। ২ ইনিংসে তাইজুল তুলে নেয় ১০ উইকেট।প্রথম ইনিংসে ৩৯ ওভার বল করে ১০৯ রানে তুলে নেয় ৪ উইকেট এবং ২য় ইনিংসে ৩১.১ বল করে ৭৫ রান খরচে তুলে নেন ৬ উইকেট।