ডুমুরিয়ায় মাগুরখালীতে বিধবাসহ একাধিক ব্যক্তির জমি জবর দখলের অভিযোগ প্রভাবশালী ইউনুসের বিরুদ্ধে

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি

ডুমুরিয়ায় মাগুরখালী এলাকায় একাধিক ব্যক্তির জমি গায়ের জোরে ভোগদখল করে আসছে ইউনুস সরদার নামের এক প্রভাবশালী বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবাররা স্থানীয় ইউপি চেয়ারম্যানের লিখিত রায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেও প্রতিকার পাচ্ছে না তার হাত থেকে। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
উপজেলার মাগুরখালী ইউনিয়নের বৈঠাহারা এলাকার ক্ষতিগ্রস্ত বিধবা লীলা রানী মন্ডল, সাবেক ইউপি সদস্য পরিতোষ সরকার ও বিধবা অনিমা মন্ডলের দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,এক‌ই ইউনিয়নের খোরেরাবাদ গ্রামস্থ প্রভাবশালী ইউনুস আলী সরদার পেশী শক্তির জোরে বছরের পর বছর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও তাদের জমি জবর দখল করে আসছে। তারা এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, প্রভাবশালী ওই ইউনুসের বিরুদ্ধে কথা বলার সাহস নেই তাদের। পরিতোষ সরকার জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার পরিষদে লিখিত অভিযোগ দায়েরের পর তিনি নিজেই উপস্থিত থেকে সার্ভেয়ার নিয়োগ করে ২৬ শতাংশ জমি ইউনুস কে ছেড়ে দিতে হবে মর্মে ২০১৭ সালের ১৭ জুলাই একটি লিখিত রায় প্রদান করেন। কিন্তু সেটিকে তোয়াক্কা না করে আজ‌ও গায়ের জোরে তার সম্পত্তি ভোগ দখল করে আসছে ইউনুস। তিনি আরও বলেন, সাবেক ইউপি সদস্য হয়েও সম্পত্তি উদ্ধারে তিনি ব্যর্থ। সেখানে বিধবা ওই নারীরা কিভাবে তাদের সম্পত্তি উদ্ধার করবে তা জানা নেই। বিধবা লীলা রানী জানান, উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দিলেও ধার্যদিনে হাজির হন না তিনি। জানিনা তার খুঁটির জোর কোথায় ? প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কিভাবে অন্যের জমি দখল করে আসছেন এমনটি জানতে চাইলে অভিযুক্ত ইউনুস কোন সদুত্তর না দিয়ে বলেন,এটা আমি তাদের সাথে বুঝবো। ইউনুসের বিরুদ্ধে একাধিক ব্যক্তির দায়েরকৃত অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, দায়েরকৃত অভিযোগ গুলো গুরুত্বের সাথে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *