কক্সবাজার -১ আচরণবিধি লঙ্ঘন করায় এমপি জাফর আলমকে শোকজ।

জামাল উদ্দীন -কক্সবাজার প্রতিনিধি:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি জাফর আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

কক্সবাজার-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই শোকজ দেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, আপনি জাফর আলম বর্তমান এমপি। আপনি আপনার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথা নামক স্থানে অবস্থিত চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পশ্চিম পাশে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে বিশাল জনসমাবেশ করেন এবং উক্ত সমাবেশে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে ভোট চেয়ে নির্বাচনি প্রচারণা চালান। বিশাল সংখ্যক নেতাকর্মী নিয়ে উক্ত জনসমাবেশ করায় চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়েতে নিয়মিত যান চলাচলে ব্যাহত হয়। উক্ত সমাবেশে আপনার ছেলে তানভীর আহমদ ছিদ্দিকী তুহিনসহ অনেকেই উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা, ২০০৮ এর ৬ (খ), ৬(গ), ৮(ক), ১১ (ক) ও ১২ বিধির বিধান লঙ্ঘন করেছেন। পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না সে মর্মে ৩ ডিসেম্বর দুপুর ৩টার মধ্যে আপনি স্বয়ং বা আপনার প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার, মিছিল বা শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীর সঙ্গে প্রস্তাবকারী, সমর্থনকারী সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসেবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না###

জামাল উদ্দীন – কক্সবাজার প্রতিনিধি :
ছবি আছে
তাং-০১/১২/২৩ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *