রাজশাহী রিপোর্টার
নূরুন নবী :
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ জানান, ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলন করা হয় ৬৪টি। তবে জমা পড়েছে ৬০টি মনোনয়নপত্র। এর মধ্যে দুইটি মনোনয়নপত্র জমা পড়েছে অনলাইনে।
তিনি বলেন, রাজশাহী-১ আসনে ১১টি, রাজশাহী-২ আসনে ১৩টি, রাজশাহী-৩ আসনে ১১টি, রাজশাহী-৪ আসনে ৭টি, রাজশাহী-৫ আসনে ৯টি ও রাজশাহী-৬ আসনে ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, গোলাম রাব্বানী, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া, আল-সাআদ, মাজাল খান দুদু, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান, নুরুন্নেসা, বশির আহমেদ, শামসুদ্দীন ও বিএনএম’র প্রার্থী শামসুজ্জোহা বাবু।
রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, জাসদ নেতা আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী কামাল, আওয়ামী লীগ আবু রায়হান মাসুদ, কামরুল হাসান, রেজা উন-নবী আল মামুন, মো. শামীম, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ইয়াসির আলিফ বিন হাবিব, মনিরুজ্জামান, শাহাবুদ্দিন ও মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, নৌকার মনোনিত প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বিএনএম এর মনোনিত প্রার্থী একে এম মতিউর রহমান, সইবুর রহমান, সোলাইমান হোসেন, বজলুর রহমান, আব্দুস সালাম খান, এনামুল হক, মনিরুজ্জামান, বর্তমান এমপি আয়েন উদ্দিন, শাহাবুদ্দিন ও নিপু হোসেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন স্বতন্ত্র বাবুল হোসেন, সাইফুল ইসলাম, জিন্নাতুন ইসলাম জিন্না, মতিউর রহমান, বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, জাতীয় পার্টির প্রার্থী আবু তালেব প্রাং ও নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, বর্তমান এমপি ডা. মনসুর রহমান, মখলেসুর রহমান, আলতাফ হোসেন মোল্লা, নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা, বিএনএম এর প্রার্থী শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, যুবলীগ নেতা ওবায়দুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন ও আওয়ামী লীগ নেতা আহসান উল হক মাসুদ।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর হলেন, স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম, জুলফিকার মান্নান জামী, মহসীন আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক এমপি রাহেনুল হক, রিপন আলী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু, বিএনএম এর আব্দুস সামাদ ও ইসরাফিল বিশ্বাস।
Leave a Reply