নোবাজ্জেল হোসেন ( এন এইস সোহান) কুষ্টিয়া জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ১৩ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১০ জন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী- খোকসা) আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।
কুষ্টিয়ার ৪টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
কুষ্টিয়ার ৪টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
৩০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন দাখিল করা হয়। কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্, জাতীয় পার্টির (এরশাদ) শাহরিয়ার জামিল জুয়েল, জাসদের শরিফুল কবির স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মজিবুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফজুলল হক, জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান উৎপল, মুক্তজোটের সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম মামুন, স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন সহ ১৩জন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী ডা. মুস্তানজিদ, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, জাতীয় পার্টির (এরশাদ) ডা. শহিদুল ইসলাম ফারুকি, বিএনএম পার্টির শেখ আরিফুর রহমান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর বাবুল আক্তার, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কামরুল আরেফিন, সাম্যবাদী দলের আনোয়ার হোসেন বাবলু ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব সহ ১৩জন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদের গোলাম মহাসিন, জাতীয় পার্টির (এরশাদ) নাফিজ আহমেদ খান টিটু, মেয়র পুত্র স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু, স্বতন্ত্র প্রার্থী রাকিবুজ্জামান সেতু, এনপিপি’র ফরিদ উদ্দিন শেখ, তরিকত ফেডারেশনের মেহেদি হাসান রিজভি, বিএনএম’র কে এম জহুরুল ইসলাম ও জাকের পার্টির আবু আশরাফ শাহিনুর সহ ১০জন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগ মনোনীত যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, তৃণমূল বিএনপির আবু সামস খালেকুজ্জামান, তরিকত ফেডারেশনের আলতাফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) আইনুদ্দিন, নৈশ প্রহরী খাইরুল আলম, বাংলাদেশ কংগ্রেসের রাশিদুল ইসলাম ও এনপিপির শহিদুল ইসলাম সহ ১০জন।
Leave a Reply