শাহ আলম জাহাঙ্গীর
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে বিএনপি ছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন, বাংলাদেশ গণফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ন্যাপ, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্রসহ রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থী গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোয়ন পত্র জমা দিয়েছেন।
মুরাদনগর আসনে মনোনয়ন জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনিরুজ্জামান, স্বতন্ত্রের (আওয়ামী লীগ) জাহাঙ্গীর আলম সরকার, গণফ্রন্টের মোঃ শরিফুল আলম চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ বাছির মিয়া, , জাতীয় পার্টির মোঃ আলমগীর হোসেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের সাজ্জাদুল হোসাইন, ন্যাপের ফোরকান উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের বসির আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ নাছির আল মামুন.বাংলাদেশ কংগ্রেসের মোঃ আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কাজী নজরুল ইসলাম, রুহুল আমিন ও রফিকুল ইসলাম সরকার।
আগামী রবিবার ৩ ডিসেম্বর, ও সোমবার ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।