এন এইস সোহান জেলা প্রতিনিধি কুষ্টিয়া ::একাদশ
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ৫ বছরের মধ্যে আড়াই বছর করোনাকালীন সময়ে উন্নয়ন কাজ বন্ধ থাকার পরও এই আড়াই বছরে এম,পি সেলিম আলতাফ জর্জ এর নির্বাচনী এলাকায় প্রায় ৩১ হাজার ২ শত ৪৩ জন সরকারী সুবিধাভোগী রয়েছে। গণপূর্ত অধিদপ্তর কর্তৃক উন্নয়ন প্রকল্প সমূহ : তাঁত বোর্ড উন্নয়ন ভবন সহ উন্নয়ন সরঞ্জাম সরবরাহ, তাঁতি সম্প্রদায়ের বাজার সম্প্রসারণ ভবন, বীর মুক্তিযোদ্ধাদের সমাধীস্থ নির্মাণ, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি মেইনগেট, গেস্ট হাউস, লাইব্রেরী ভবন, উন্মুক্ত মঞ্চ, আনসার গেট, পাবলিক টয়লেট, অভ্যন্তরীণ রাস্তা, ইউনিয়ন ভূমি অফিস ভাবন নির্মাণ, খোকসা মডেল মসজিদ নির্মাণসহ বিভিন্ন ভবনের সংস্কার, মেরামত উন্নয়ন কাজ।
বাস্তবায়িত প্রকল্পের সংখ্যা -১০ টি। প্রকল্প মূল্য -৫৮.৯৬কোটি টাকা
বাস্তবায়নাধীন ও প্রক্রিয়াধীন মডেল মসজিদ।
প্রকল্প মূল্য -১৮.৫৩ কোটি টাকা।
সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক উন্নয়ন প্রকল্প সমূহ : কুষ্টিয়া - রাজবাড়ী (খোকসা -কুমারখালী অংশ), চরাই কল -শিলাইদহ সড়ক,মজবুতিকরণ -৩২.৯৯৬ কিলোমিটার প্রশস্ত করণ - ২৭.৪৬৬ কিলোমিটার হার্ডসোল্ডার - ২৬.১৫ কিলোমিটার ডিপিএস সার্ফেসিং-৩৩.৪৮৯কিলোমিটার, আরসিসি বক্স কালভার্ট-(০৬টি) ৩১ মিটার, ইউ ড্রেন-৩৭৮০ মিটার, ইন্টার সেকশন উন্নয়ন -০৪ টি, প্রতিরক্ষামূলক কাজ -৪৭৫০ মিটার।
বাস্তবায়িত প্রকল্প মূল্য -২১.৯৮ কোটি টাকা।
প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক উন্নয়ন প্রকল্পসমূহ : বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ মন্দির। শিক্ষা প্রতিষ্ঠান : স্কুল, কলেজ, মাদ্রাসা,। রাস্তা : সিসি করণ, এইচবিবি, মেকাডম,সলিংকরণ,মেরামত সংস্কার। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সেতু- কালভার্ট।
মোট প্রকল্প সংখ্যা : ২৪৩৫টি। প্রকল্প মূল্য : ৬৯.৯৬ কোটি টাকা
বাস্তবায়নাধীন ও প্রক্রিয়াধীন ৩৮৮ টি।প্রকল্প মূল্য -১৫.৬৭ কোটি টাকা।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উন্নয়ন প্রকল্পসমূহ: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ভিক্ষুক পুনর্বাসন, জটিল রোগাক্রান্তদের এককালীন অর্থ প্রদান, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ ইত্যাদি। উপকার ভোগীর সংখ্যা -৩৯৩৮৪জন। মোট প্রদান কৃত টাকা ৩০.৬ কোটি টাকা।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক উন্নয়ন সহায়তা : মাতৃকালীন ভাতা। মোট উপকার ভোগীর সংখ্যা -৯০০ জন। আইজিএ প্রকল্পে উপকারভোগীর-১২৭৩ জন ভিজিডি / ভিডাব্লিউবি চাউল/ গম খাদ্য সহায়তা। মোট উপকারভোগীর সংখ্যা-৩১২৪৩জন। প্রধানকৃত চাউল/ গম- ২৩৭৭৮.৮৬ মেট্রিক টন (মোট প্রকল্প মূল্য ও প্রধান কৃত অর্থ ৯৭.১৬ কোটি টাকা)উপজেলা কৃষি কার্যালয় কর্তৃক উন্নয়ন সমূহ: ৫০% ভূর্তুকি মূল্যে ৩৩৭ জন কৃষকের মাঝে যন্ত্রপাতি বিতরণ, ৬৯৭৪৩ জনের মাঝে বীজ, সারসহ চেকের মাধ্যমে অর্থসহ প্রয়োজনীয় অন্যান্য বিতরণ | ১১৭৯৭ জন কৃষকের প্রশিক্ষণ প্রদান | ৩৪৮২ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের প্রদর্শনী বাস্তবায়ন | ৬ টি কৃষি মেলা বাস্তবায়ন| জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক উন্নয়ন সমূহ :পাম্পযুক্ত গভীর নলকূপ, অগভীর তারা নলকূপ, গভীর সাবমার্সেবল নলকূপ, অগভীর সাবমার্সেবল নলকূপ স্থাপন | মোট ৩০৬৭ টি | বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াসব্লক- ১২৪ টি এ. আর. আর.টি/টি.এস.এস.পি.- ৮৫ টি, বেসিন- ০৭ টি, কমিউনিটি ও পাবলিক টয়লেট ০৩ টি | বিনামূল্যে ৩২৮ সেট স্লাব বিতরণ করা হয় |
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উন্নয়ন সমূহ : বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগী–গরু, ছাগল, ভেরা, মুরগি বিতরণ ১৯৫ জনের মাঝে বিতরণ | গবাদি পশুকে ৬৪, ৮১০০০ লক্ষ ভ্যাকসিন প্রদান করা হয় | স্থানীয় ৯৭২৮ জনকে খামারী প্রশিক্ষণ প্রদান | করনাকালীন ৩৪৫২ জনকে প্রণোদনা প্রদান |
বাস্তবায়িত প্রকল্প মূল্য –৮.০৪ কোটি টাকা
মৎস্য সম্পদ অধিদপ্তর কর্তৃক উন্নয়ন সমূহ : জলাশয় সংস্কার, মৎস্য উন্নয়ন, ইলিশ সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম,পোনা মাছ অবমুক্ত করণ |
বাস্তবায়িত্য প্রকল্প মূল্য –৬৯.১২ লক্ষ টাকা
খাদ্য অধিদপ্তর কর্তৃক উন্নয়ন সমূহ : খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় মোট ২৩ হাজার ১৬৫ মেট্রিক টন চাউল ৪৮০০০ পরিবারকে প্রদান করা হয় | টিসিবি আওতায় ২১৫৬৮ টি পরিবারকে প্রতিমাসে খাদ্য সামগ্রী প্রদান করা হয় |
সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ প্রদান : পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক সাধারণ নাগরিকের মাঝে সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ প্রদান করা হয় |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক উন্নয়ন সমূহ : ২৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন সম্পন্ন হয়েছে | আর ও ৩১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কার্যক্রম চলমান | এছাড়াও আইসিটি বিষয়ক অবকাঠামো, মানব সম্পদ, প্রযুক্তি দক্ষতা সহ সার্বিক উন্নয়ন সমৃদ্ধ হয়েছে |
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উন্নয়ন সমূহ : অত্যাধুনিক সুবিধা সংবলিত আগুন নির্বাপন গাড়ীসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয় |