today visitors: 5073432

লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন যাঁরা:

মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ

লক্ষ্মীপুরের ৪টি নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থীসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জোটের ৫ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুর রহমান মাহমুদ, তৃণমূল বিএনপির লায়ন এমএ আউয়াল, তরিকত ফেডারেশনের মো. শাহজালাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাহমুদ ফারুকী, ন্যাশনাল পিপলস পার্টির মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি এমএ গোফরান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ও ফারুক হোসেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ মিঠু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শরীফুল ইসলাম, জাসদ’র আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম, আওয়ামী লীগ নেত্রী রুবিনা ইয়াসমিন লুবনা, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এএফ জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জহির হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, ইমাম উদ্দিন সুমন, মনসুর রহমান ও ফরহাদ মিয়া। সেলিনা ইসলাম কুমিল্লার সংরক্ষিত আসনের সংসদ সদস্য। তিনি লক্ষ্মীপুর-২ ও কুমিল্লা-২ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শামছুল করিম খোকন, তৃণমূল বিএনপির নাইম হাসান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমএ হাশেম, মনিরুজ্জামান পাটওয়ারী, দেলোয়ার হোসাইন, আবদুর রহিম ও মাহাবুবুল করিম টিপু।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে আওয়ামী লীগের ফরিদুন্নাহার লাইলী, বিকল্প ধারার মেজর (অব:) আবদুল মান্নান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ছোলায়মান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি মো. আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মীর্জা শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, মাহমুদা বেগম ও মাহাবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *