today visitors: 5073432

ঢাকা-১৯ আসনে ১২ জনের মনোয়নপত্র দাখিল

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩০ নভেম্বর, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত রিটার্নির অফিসার ও সহকারী রিটার্নির অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ তথ্য মিলেছে।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুল আমীন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, জাতীয় পার্টি মনোনীত দু’জন প্রার্থী আবুল কালাম আজাদ ও মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ, জাকের পার্টি মনোনীত শামছুদ্দিন আহম্মেদ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবুল হাসান ও বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আইরিন পারভীন।

 

এরআগে মনোনয়নপত্র বিতরণের দিন থেকে জমা দেওয়ার একদিন আগ পর্যন্ত সাভার থেকে ১১ জন ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের পরে আসায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মনোনীত প্রার্থী মোঃ সোহেল রানার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *