today visitors: 5073432

নিকলীতে সফল পুত্রের হাতে রত্নজন্মা পিতার নামে উচ্চ শিক্ষার প্রসার।

মোঃ আলমগীর হোসেন, নিকলী (কিশোরগন্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার হাওর প্রবেশদ্বার উপজেলা নিকলীর প্রত্যন্ত  একটি অঞ্চল দামপাড়া, এখানে বছর কয়কে আগেও কোন উচ্ছ শিক্ষা প্রতিষ্টান ছিলোনা। তবে উপজেলা সদরে একটিমাত্র সরকারি কলেজই শুধু উচ্চ শিক্ষা  প্রসার করে আসছিলো। কলেজটি সরকারি হওয়ার কারনে শিক্ষার্থী ভর্তির সীমাদ্বতা থাকায় প্রতি বছর শতাধিক শিক্ষার্থী জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে   বিভিন্ন কলেজে ভর্তি হতে হতো, বিধায় অভিভাবকরা বিভিন্ন সময় শিক্ষার ব্যয় ও ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য  শংকায় থাকতো। এছাড়াও কিছু সংখ্যক শিক্ষার্থী হত দরিদ্র হওয়ায় অকালেই ঝড়ে পড়ে শ্রম জীবনে প্রবেশ করতে  বাধ্য হতো।

উপজেলার  উচ্চ শিক্ষার প্রসারের এমন ক্লান্তি লগ্নে দামপাড়া  ইউনিয়নে নূরুল ইসলাম মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ কলেজটি বে সরকারি পর্যায়ে  উচ্চ শিক্ষা প্রসার ও শিক্ষার হার বৃদ্ধিতে একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্টান হিসেবে এলাকায় পরিচিতি  ও সুনাম অর্জন করেছেন।

উপজেলার উত্তর দামপাড়া গ্রামের কৃষক পরিবারে জন্ম নেওয়া মরহুম মোঃ নূরুল ইসলাম এর পুত্র তরুন শিল্প উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী মোঃ মোকারম সর্দার তার বাবার নামে এ কলেজটি  ২০১৭ সালে প্রতিষ্টিত করেছিলেন। আর এ কলেজটি পরিচালনায়  তার ছোট ভাই ও দামপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন কলেজটিতে অধ্যক্ষ হিসেবে নিয়োজিত রয়েছেন । রত্নজন্মা প্রয়াত নূরুল ইসলামের এই দুই ছেলের প্রানবন্ত প্রচেষ্টায়  উপজেলায় বেসরকারি পর্য়ায়ে স্বল্প খরচে,অসহায় শিক্ষার্থীরে বিনা বেতনে  উচ্চ শিক্ষার প্রসার ও হার বৃদ্ধি  করে আসছে।

সর্বশেষ ২০২৩ সালে অনুষ্টিত এইচএসসি পরীক্ষায় উপজেলায় ফলাফলের দিক থেকে প্রথম ও কিশোরগন্জ জেলায় ৫৯টি সরকারি বেসরকারি কলেজের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে বলে জানিয়েছে  এ কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *