today visitors: 5073432

নড়াইলে ১ আসনে স্বামী নৌকার মাঝি স্ত্রী হলেন স্বতন্ত্র প্রার্থী

নড়াইল-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির সহধর্মিণী চন্দনা হক। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পর কালিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহ করেন।

এদিন নড়াইল-১ আসনে (কালিয়া-নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। একই দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী চন্দনা হক মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

কালিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা রুনু সাহা মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এ পর্যন্ত নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৯ জন।

 

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কবিরুল হকের সহধর্মিণী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, সিকদার মো. শাহাদাত হোসেন ও জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *