today visitors: 5073432

ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ভারত শাখার উপদেষ্টা পরিষদ কমিটি গঠিত

জাবির আহম্মেদ জিহাদ (জামালপুর) প্রতিনিধি:

 

ডাক বাংলা সাহিত্য একাডেমির ২০২৩-২০২৪ সালের ২৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটির (ভারত শাখা)গঠন করা হয়েছে।

৩০ নভেম্বর(বৃহস্পতিবার) রাত সাড়ে দশটায় সকল সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ডাক বাংলা সাহিত্য একাডেমি’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এবং সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা মুস্তারিন যৌথ প্রতি-স্বাক্ষরিত ভারত শাখা উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে ঘোষণা দেওয়া হয়।

অত্র কমিটির সদস্যগণ হলেন যথাক্রমে, প্রধান উপদেষ্টা : ড. মনোজিৎ রায়, উপদেষ্টা : বিকাশ চন্দ্র হাওলাদার, উপদেষ্টা : ড. প্রফুল্ল কুমার মন্ডল, উপদেষ্টা : প্রফেসর প্রণব চৌধুরী, উপদেষ্টা : ড. অসীম ভূইয়া, উপদেষ্টা : ড. সত্যজিৎ মজুমদার, উপদেষ্টা : আবদুস শুকুর আলী মল্লিক, উপদেষ্টা : মুহাম্মদ নাসেরউদ্দিন ফুরফুরাবি, উপদেষ্টা : সুকুমার গায়েন, উপদেষ্টা : সুশীম কুন্ডু, উপদেষ্টা : অসিত কুন্ডু, উপদেষ্টা : প্রদীপ বর, উপদেষ্টা : দীপক আদক, উপদেষ্টা : সুলেখা বিশ্বাস, উপদেষ্টা : দীনেশ বিশ্বাস, উপদেষ্টা : দেবব্রত মাজী, উপদেষ্টা : সুশান্ত ঘোষ, উপদেষ্টা : প্রদ্যোত কাঞ্জিলাল, উপদেষ্টা : তাপস সরদার, উপদেষ্টা : সুমিত সিকদার, উপদেষ্টা : অপু কর্মকার, উপদেষ্টা : দীনেশ চন্দ্র রায়, উপদেষ্টা : পর্ণা ডাইরি, উপদেষ্টা : প্রদীপ মিশ্র।

এই ২৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ কমিটি (ভারত শাখা) ২০২৩-২০২৪ সালের জন্য গঠন করা হলো। এই কমিটির মেয়াদ আগামী ২৯ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *