রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ (২৯ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধার দুই সন্তানসহ ৫ জন আহত হয়েছেন।
এলকাবাসী ও আহত পরিবারের লোকজন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর হাওরে মুক্তিযোদ্ধা মৃত উপেন্দ্র সরকারের ছেলে সেন্টু সরকারের গরুর রাখাল সময় সরকারের সাথে একই গ্রামের সুখময় সামন্তের ছেলে সুষেন সামন্তর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
উক্ত ঘটনার জেরে আজ বুধবার সুষেন সামন্ত ১৫-২০ জন লোক নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে। এ সময় তারা সম্পা রানী (৫৫), ফুল কুমার (৩৫), সেন্টু সরকার (৩৫), কমলা রানী (৪২), পিন্টু সরকার (৪০) সরূপ সরকার (২১) এবং সুবিমল সরকারসহ বাড়ির সকলকে মারপিট করে। এক পর্যায়ে হামলাকারীরা ঘরে ঢুকে তাদের আসবারপত্র ভাঙচুর করে। পরে তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে গুরুতর আহত কমলা রানী, সুবিমল সরকার ও সরূপ সরকারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।
এ ব্যাপারে নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবেশ চন্দ্র তালুকদার বলেন, মুক্তিযোদ্ধার পরিবারের সাথে তাদের কোনো বিরোধ বা শত্রুতা নেই। শুধুমাত্র কথা কাটাকাটির জেরেই এ ঘটনা ঘটেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল বাসার বলেন, উক্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপন কান্তি গুণ
২৯/১১/২০২৩
Leave a Reply