সুনামগঞ্জ২ স্বতন্ত্র প্রার্থী ড.জয়া সেনগুপ্তা ও চৌধুরী মিজানুর রহমান।

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের।

সুনামগঞ্জ২ দিরাই-শাল্লায় দলীয় মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয়
দিরাই-শাল্লা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ও বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও সাবেব সচিব মিজানুর রহমান চৌধুরী।মঙ্গলবার (২৮নভেম্বর) তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল -আমিন)

গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। এতে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *