মাসুদ সিকদার :
ঝালকাঠির রাজাপুরে হরতাল-অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন রাজাপুর উপজেলা ছাত্রদল।
আজ ২৯ নবেম্বর (বুধবার) সকালে পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাজাপুর মেডিকেল মোড় এলাকায় একটি জটিকা মিছিল বের করেন। এসময় তারা হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান ও রাস্তা অবরোধ করে বসে পরেন।
রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রফিক মৃধার নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম এর নিঃশর্ত মুক্তি ও বর্তমান সরকারের পদত্যাগ এক দফা দাবি আদায়ের দেশব্যাপী হরতাল-অবরোধ সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য তারেকুল সিকদার তারেক, রাজাপুর সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মাহিম,শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিজান মল্লিক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ পালন শেষে রোববার ও সোমবার দুইদিনের অবরোধ পালন করছে দলটি। আজ বুধবার ভোর ৬ টা থেকে আগামী কাল ভোর ছয়টা পর্যন্ত অবরোধ ও আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো দলটি।
Leave a Reply