ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ, হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

মোঃ অপু খান চৌধুরী।। ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা)।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের । তিনি মঙ্গলবার (২৮ ) নভেম্বর রাত ৯টায় কুমিল্লা জেলা প্রশাসক বরাবরে এ পদত্যাগপত্র জমা দেন ।
বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর ) সকাল ১১টায় কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এবং দুপুর ১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও ) ও বেলা ৩ টায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে । তিনি নিজে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।
পরে কুমিল্লা-৫ আসনে মনোনয়ন পেতে প্রায় দুই ডজনের বেশি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় তিনিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছিলেন। তবে এ আসনে দল বর্তমান সাংসদ এডভোকেট আবুল হাসেম খানকেই পুনরায় মনোনীত করে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ও বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমি আসন্ন দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *