বকশীগঞ্জে আ.লীগের মতবিনিময় সভা

বকশীগঞ্জ-প্রতিনিধি ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে ।

বুধবার (২৯ নভেম্বর ) দুপুরে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নূর মোহাম্মদ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী মো. আমানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,সহ-সভাপতি শফিকুল ইসলাম,সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সমাজসেবক নূর মোহাম্মদ বলে, আমি কৃষকের সন্তান বাবা ছিলেন একজন কৃষক । কৃষকের ছেলেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌকা দিয়েছে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ স্বীকার করছি ।

সামান্য আমি বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জবাসী কৃষকের ছেলের জন্য এই দীর্ঘ ৩০বছর থেকে দোয়া ও সমর্থন দিয়ে গেছেন। মনোনয়ন যুদ্ধে আমার কোনো বড় আত্মীয় নেই বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জবাসীর কাছে আমি চিরঋণী এবং চির কৃতজ্ঞতা থাকবো তাদের দোয়া ও ভালোবাসায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন।

তিনি আরো বলেন, বলেন ভোটকেন্দ্রে যেন সর্বনিম্ন ৮০% ভোটার উপস্থিত থাকে সেই দিকে খেয়াল রেখে মাঠে কাজ করুন প্রয়োজন হলে হাত পা ধরে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করবেন। ভোটাররা যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

মতিনিময় সবার আগে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,তাঁতী লীগ ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,মহিলা যুবলীগ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সমাজসেবক নূর মোহাম্মদকে ফুল দিয়ে বরণ করে নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *