আ‘ লীগের একাংশ সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রফেসর আব্দুল মান্নানের নাম ঘোষণা

জাহাঙ্গীর আলম, মেহেরপুর সদরঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে মেহেরপুর শহরের হোটেল বাজার নিউমার্কেটে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাংশ সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রফেসর আব্দুল মান্নানের নাম ঘোষণা করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের নাম ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান,মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *