today visitors: 5073432

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণের পুনর্মিলনী অনুষ্ঠিত

×রবিউল, ইবি প্রতিনিধি:

“কুমিল্লার শ্যামল ছায়ায় গোমতী উদাস, কন্ঠে তাহার মনিহার মেঘনা তিতাস” এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) থেকে আগত শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিদের ক্রেস্ট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবীন কৃতী শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে এই আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি রাকিব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, আল-ফিকহ আন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। এসময় সংগঠনটির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণত সম্পাদক কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, আমাদের ছেলেরা সংখ্যায় কম হলেও তারা ভালো কিছু করছে। আমাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী দরকার বরং সংখায় বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটা কথা বলে ছিলেন যে কুমিল্লা অনেক শক্তিশালী যায়গা, সুতরাং কুমিল্লার একট ইউনিক ঐতিহ্য আছে সে ঐতিহ্য তোমরা ধারন করবে ও লালন করে সামনে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *