কুমিল্লা ৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী মতবিনিময় সভা

মোঃ অপু খান চৌধুরী।। ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা)
কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাহাঙ্গীর খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন৷ মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়৷ মতবিনিময় সভায়
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ এর সাবেক ২ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী কে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়৷ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবুল বারীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মিন্টু সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম,আবুল কাসেম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল সাত্তার মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম টিটু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, আইন সম্পাদক এডভোকেট মাহাবুব রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, জেলা যুবলীগের সদস্য ফোরকান আহমেদ সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সর্দার, সাধারণ সম্পাদক গাজী হান্নান, কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক বাপ্পি, ছাত্রলীগ নেতা আবু কাউছার দীপুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে যোগ্য প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী৷ যিনি গত ৫৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত৷ তাই বুড়িচং – ব্রাহ্মণপাড়া আসনের জনসাধারণ আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী কে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ৷

 

ব্রাহ্মণপাড়ায় গাঁজা ও চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার -৬
মোঃ অপু খান চৌধুরী।। ব্রাহ্ম পাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ২৭ নভেম্বর উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে
অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি চোরাই মটরসাইকেলসহ ৬ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শান্তনু দেবনাথসঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে ( ব্রাহ্মণপাড়া – কুমিল্লা) সড়কের খাঁন মঞ্জিল এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২ জন আসামীকে গ্রেফতার করে। এসময় পুলিশ তাদের দখল হইতে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীরা হলো মাদরীপুর জেলার শিবচর থানার বাঁচামরা গ্রামের শাহজালালের স্ত্রী সাদিয়া (২৪) ও নারায়নগঞ্জ জেলার কাঠালিয়া থানার আল মারুফের স্ত্রী সীমাবেগম (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনি মামলাদের করা হয়েছে।

অপরদিকে এসআই মোহাম্মদ সৌরভ হোসেন, সংগীয় ফোর্সসহ সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী নেওয়াজের বাড়ীর সামনে (সাহেবাবাদ – জিরুইন) গামী পাকা রাস্তার উপর থেকে ১টি চোরাই পুরাতন মটরসাকেল সহ ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা চম্পকনগর এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ নাইম হোসেন (২২) এবং মোঃ কাউছারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২১), কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আবদুল জহিরের ছেলে মোঃ নাঈম উদ্দিন (২২) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেজোড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক(২৩)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *