- আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (২৬ নভেম্বর) বিকালে ২৯৮ আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দলটি। একই দিন আরেক দুঃসংবাদ পেলেন সাকিব। এবার নিলামের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। যদিও সেবার ব্যাক্তিগত কারণে কোনো ম্যাচ খেলেননি তিনি। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই পরবর্তী আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল অভিষেক হয় লিটনের। বাংলাদেশি এই ওপেনার একমাত্র ম্যাচে ৪ রান করে আউট হয়েছিলেন। এরপর আর একাদশে সুযোগ মেলেনি তার।
Leave a Reply