today visitors: 5073432

জামালগঞ্জে বিনামূল্যে ধানের বীজ বিতরন ১২০ জন প্রান্তিক কৃষকের মাঝে

নজির মোড়ল, জামালগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আজকে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কমপ্লেক্সে এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কার্যক্রম শুভ উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য- মোঃ কবির হোসেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খন্দকার মোবারক হোসেন প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার আহমদ (বিসিএস), সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসহাক আহমদসহ উপজেলা প্রেস ক্লাবের সদস্য বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সদস্য স্থানীয় সাংবাদিক ও উপজেলার প্রণোদনা হাইব্রিড ধানের বীজ প্রাপ্তি প্রান্তিক কৃষকগন।

তবে ধানের বীজ প্রাপ্তি প্রান্তিক কৃষকদের দাবি-
এই কৃষি প্রণোদনার ধানের বীজ এখন পেয়ে কোনো কাজে আসবে না। বরং আরও সপ্তাহ দুএক পূর্বে দেওয়া হলে আমরা সেগুলো কাজে কাজে লাগাতে পারতাম।
কারণ, আরও সপ্তাহ দুএক পূর্বেই এলাকার সকল কৃষকগণ বীজ বপন কার্যক্রম সম্পন্ন করে ফেলেছেন।
এজন্যই সবাই প্রশাসন ও উক্ত কৃষি প্রণোদনা কতৃপক্ষের নিকট আকুল আবেদন রেখেছেন যে, পরবর্তী মৌসুমে যখন সার দেওয়া হবে তখন যেন সঠিক মৌসুমে যথাযথ সময়ে আমাদেরকে সেই সার দেওয়া হয়, প্রাপ্ত সার যেন আমাদের কাজে লাগাতে পারি। উপযুক্ত মৌসুমে না পেলে, মৌসুম শেষে পাওয়াটা প্রহসনের মতো লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *