নদীর বাকে আঁকা বাঁকা পথ বেয়ে
মিলবো দুজন মিলন মেলায়,
ফুলে ফুলে তোমার জীবন সাজাবো
মাধুমাখা আলিঙ্গন নেশায়।
পায়েপায়ে চলার শক্তি যবে দিয়েছো
বসতি দিওগো মনের কাবায়,
অট্রালিকা গাড়ি বাড়ি চাইনা কিছুই
প্রেম ভালোবাসা দিও আমায়।
কতো যে রঙিন স্বপ্ন এঁকেছি হৃদয়ে
ভালোবাসা মায়া আর মমতায়,
ভালোবাসা রঙিন ঘর বেঁধেছি আমি
আপন মনে সহশ্র কল্পনায়।
মনের দরোজা খুলে রেখে দিয়েছি
ভালোবাসা পাওয়ার আশায়,
তোমার ছবিখানি ভেসে উঠে শুধু
আমার দুটি চোখের তাঁরায়।
রক্ত গোলাপ ঐ ঠোট দুটি তোমার
যাদু করেছে সহজে আমায়,
কাজল কালো ঐ হরিণি চোখ দুটি
কাছে ডাকে শুধুই ঈশারায়।
দীঘল কালো লম্বা চুলের সুবাস
বয়ে এনে দেয় দখিনা বায়,
হরেছে আমার সহজ সরল মনটা
তোমার প্রতিটি কথায় কথায়।
Leave a Reply