*প্রিয় সহকর্মীবৃন্দ*
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের মত একটা গুরুত্বপূর্ণ সংগঠনকে গতিশীল করার লক্ষে আজ ১০/১১ /২৩ তারিখ মাগরিবের নামাজের পরে অর্থাৎ সন্ধ্যা *১৮:৩০* ঘটিকার সময় পুলিশ এসোসিয়েশনের অফিসে জরুরী সভা সম্পূর্ণ হয়েছে। উক্ত সভায় নিম্নে উল্লেখিত বিষয়ে আলোচনা হয়েছে ———
১। পুরাতন কমিটি বিলুপ্ত, *নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা।*
২। *কনস্টেবল থেকে ইন্সপেক্টরদের প্রমোশন নিয়ে আলোচনা।*
৩। *র্যাঙ্ক-ব্যাজ নিয়ে আলোচনা।*
শুভেচ্ছান্তেঃ
বিএম ফরমান আলী, পিপিএম
অফিসার ইনচার্জ ,গুলশান থানা।
ও সভাপতি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
এবং
মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)
অফিসার ইনচার্জ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন।।
Leave a Reply