মো:আলমগীর হোসেন বিশেষণ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ
ভিক্ষ বৃত্তি নয়, ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে প্রতিবন্ধী এনামুল।ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাঁশতলা গ্রামের প্রতিবন্ধী এনামুল হক (৩০)স্ত্রী, ২পুত্র নিয়ে ৪ সদস্যের সংসার। হুইল চেয়ার তার চলার পথের সাথী। তিনি ভিক্ষা বৃত্তি পছন্দ করে না, তাই ব্যবসা করার পরিকল্পনা করেন। স্থানীয় এনজিও থেকে ঋন নিযে এলাকাবাসীর সহায়তা কাকনী – রাজদারিকেল সড়কের পাশে বাঁশতলা ব্রীজ সংলগ্ন একটি টংঘর নির্মাণ করে মনোহারী ও চায়ের দোকান করেন। প্রতিদিন ব্যবসার আয়ে চলছে তার সংসার। তার ১ম পুত্র ঝড়ে পড়া শিক্ষার্থী ও ২য় পুত্র স্থানীয় মাদরাসা হাফেজি বিভাগে পড়াশুনা করছে।প্রতিবন্ধী এনামুল হক জানান, সড়কের পাশে এ ক্ষুদ্র দোকানের আয়ে সংসার চালানো কষ্টকর। কোনা সরকারী সুযোগ সুবিধা পান কি না জানতে চাইলে তিনি প্রতিবন্ধী ভাতা পান বলে স্বীকার করেন। তিনি অক্ষেপ করে বলেন, তারা স্ত্রীর নামে ২ বছর মেযাদী মাসিক ৩০কেজি চালের কার্ডের জন্য মেম্বার, চেয়ারম্যানের কাছে ধর্না দিলেও তা হয়নি। তবে সাংবাদিক রফিক বিশ্বাস মাধ্যমে তারাকান্দা উপজেলার দরিদ্র অসহায় মানুষের প্রিয় মানুষ ইউএনও মিজাব রহমত স্যার আমার দোকানে আসেন এবং এককালিন ৫০০০ টাকা সহায়তা প্রদান করেন।
Leave a Reply