চাঁদপুর প্রতিনিধি প্রথম বুলেটিন
[𝟎𝟓 𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟑]
জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানার তত্ত্বাবধানে দু’টি পৃথক অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভা ০৭নং পৌর ওয়ার্ড হতে এসআই (নিঃ)/আব্দুর রহমান এর নেতৃত্বে ১০৩(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী এবং এসআই (নিঃ)/আবু নছর নিপু এর নেতৃত্বে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী; সর্বমোট ১৫৩ পিস ইয়াবা সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
গত ০৪/১১/২০২৩খ্রীঃ তারিখে হাজীগঞ্জ থানার একটি চৌকস টিম চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভা ০৭নং পৌর ওয়ার্ড টোরাগড় সাকিনস্থ চাঁদপুর টু কুমিল্লাগামী মহাসড়কের উত্তর পাশের্ মিজি বাড়ী গামী পাঁকা রাস্তার উপর হইতে ধৃত আসামী আবু তাহের (৩৬) এর পরিহিত লুঙ্গির গোছা হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত নেশাজাতীয় হালকা গোলাপী রংয়ের ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর একটি নীল রংয়ের পলিথিন ভিতরে রক্ষিত নেশাজাতীয় হালকা গোলাপী রংয়ের ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন (১০৩X০.১০)=১০.৩ (দশ দশমিক তিন) গ্রাম, সর্বমোট মূল্য অনুমান (১০৩X৩০০)= ৩০,৯০০/-(ত্রিশ হাজার নয়শত) টাকা প্রাপ্ত হইয়া ০৪/১১/২০২৩খ্রিঃ রাত ২৩.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক পর্যাপ্ত আলোতে জব্দ তালিকা মূলে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং বাদী নিজেও জব্দ তালিকায় স্বাক্ষর গ্রহণ করতঃ আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-২, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৩; জি আর নং-২৮০, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
অদ্য ০৫/১১/২০২৩খ্রীঃ তারিখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন হাজীগঞ্জ পৌরসভা ০৭নং পৌর ওয়ার্ড টোরাগড় সাকিনস্থ চাঁদপুর টু কুমিল্লাগামী মহাসড়কের উত্তর পাশের মিজি বাড়ী গামী পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ শামীম (২৩) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত নেশাজাতীয় হালকা গোলাপী রংয়ের ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন (৫০×০.১০)=৫ (পাঁচ) গ্রাম, সর্বমোট মূল্য অনুমান (৫০×৩০০)= ১৫,০০০/-(পনের হাজার) টাকা প্রাপ্ত হয়ে ০৫/১১/২০২৩খ্রিঃ সকাল ১০.৫৫ ঘটিকার সময় উদ্ধার পূর্বক পর্যাপ্ত আলোতে জব্দ তালিকা মূলে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং বাদী নিজেও জব্দ তালিকায় স্বাক্ষর গ্রহণ করতঃ আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর হাজীগঞ্জ থানার এফআইআর নং-৩, তারিখ- ০৫ নভেম্বর, ২০২৩; জি আর নং-২৮১, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।