লাইক কমেন্টস ও শেয়ার করে সকল অভিভাবককে জানিয়ে দিন যাতে কিশোর তরুণদের কে মোটরসাইকেল কিনে না দেয়!

নিজস্ব প্রতিবেদক প্রথম বুলেটিন

এই শোক সইবার নয়
বাইক কিনে দেয়া মানে মৃত্যুকে কাছে ডাকা। অনেক বাবা মা তাদের সন্তানের আবদার পূরণ করে বাইক কিনে দিয়ে। তারা জানে না,কি ভয়ংকর জিনিস কিনে দিল। ছেলে বায়না ধরে বলে কিনে দিতেই হবে?
এই যে দেখুন,চার মায়ের চার সন্তান। এরা বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল,এখন কিশোর,তরুণ। এদের মধ্যে তিনজন অকালেই ঝরে গেল! বাবা মার ভবিষ্যৎই অন্ধকার করে দিয়ে গেল ওরা। এমন মৃত্যু কারো কাম্য নয়। এ শোক সইবার নয়। কি সান্তনা আছে বাবা মারবজন্য? না নাই কোন সান্তনাই না,এ অভাব পূরণ হওয়ার নয়।
হে আল্লাহ অভিভাবকদের কে এই কষ্ট সইবার তৌফিক দান করিও (আমিন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *