প্রেসরিলিজ
সাভার মডেল থানা, ঢাকা জেলা
তারিখ-০৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ।
সাভার প্রতিনিধি প্রথম বুলেটিন
ডেফোডিল ইউনিভার্সিটি, খাগান, বিরুলিয়া, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র মোঃ হাসিবুল হাসান অন্তর (২১), পিতা- মোঃ জয়নাল আবেদীন, মাতা- মোছাঃ হেলেনা বেগম, স্থায়ী: গ্রাম- ভাটিপাড়া বোররচর, ডাকঘর- কাচারী বাজার, থানা ও জেলা- ময়মনসিংহ এবং ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র এমডি ফয়সাল সিদ্দিকী বাপ্পী (২০) দ্বয়কে ইং-২৭/১০/২০২৩ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন খাগান বাজারের লেগুনা ষ্ট্যান্ডে মোটরসাইকেল যোগে পৌছালে পূর্ব বিরোধের জের ধরে আসামী ১। রাহাত সরকার(২৫), পিতা- সাঈদ সরকার, মাতা- মোসাঃ তাসলিমা, স্থায়ী: গ্রাম- পূর্ব চান্দেনা, থানা- জয়দেবপুর, জিএমপি, গাজীপুর, বর্তমান: গ্রাম- আক্রান, থানা- সাভার, জেলা- ঢাকা, বিবাদী ২। মনছুর(২৪), পিতা- জলিল, স্থায়ী: গ্রাম- আক্রান নামাপাড়া, ৩। আশিক(২২), পিতা- নজরুল, স্থায়ী: গ্রাম- আক্রান, ৪। সিফাত(২৩), পিতা- সাধান, স্থায়ী: গ্রাম- আক্রান নামাপাড়া, ৫। সাহিম(২৩), পিতা- অজ্ঞাত, স্থায়ী: গ্রাম- খাগান ও ৬। টুটুল(২৪), পিতা- টিপু, স্থায়ী: গ্রাম- আক্রান, সর্ব থানা- সাভার, জেলা- ঢাকাগণসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামী হাতে লোহার রড নিয়ে এসে ছাত্রদ্বয়ের মোটরসাইকেলের গতিরোধ করতঃ আসামীগন ছাত্র এমডি ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে এলোপাথারী চড় থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় এবং মোঃ হাসিবুল হাসান অন্তর (২১)কে অপহরণ করে সাভার মডেল থানাধীন খাগান সাকিনের বউ বাজারের নিকটস্থ একটি বাগানের ভিতরে নিয়ে হত্যার উদ্দেশ্যে লোহার রড দ্বারা উপর্যুপরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। অতঃপর মোঃ হাসিবুল হাসান অন্তুর আশুলিয়া থানাধীন রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন। তার শারিরীক অবস্থা উন্নতি না হওয়ায় তার পিতা-মাতা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ইং-০২/১১/২০২৩ তারিখ অনুমান ১৫.০০ ঘটিকায় মোঃ হাসিবুল হাসান অন্তর মৃত্যুবরণ করে। ঘটনার বিষয়ে থানা পুলিশকে কেউ অবহিত করে নাই। পরবর্তীতে থানা পুলিশ অবগত হওয়ার পর স্বপ্রনোদিত হয়ে তদন্তে নামে। ঘটনার বিষয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ডেপুটি প্রক্টর জনাব মোঃ বদরুজ্জামান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে সাভার মডেল থানার মামলা নং-০২, তাং-০২/১১/২০২৩, ধারা-৩২৩/৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটি এসআই (নিঃ) মোঃ দিদার হোসেন এর উপর তদন্তভার অর্পন করা হয়।
ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার অফিসার ইনর্চাজের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ দিদার হোসেনসহ একটি চৌকশ টিম গাজীপুর ও সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং০৩/১১/২০২৩ তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় অথ্যাৎ মামলা রুজ হওয়ার ০৩ (তিন) ঘন্টার মধ্যে গাজীপুর জেলা জয়দেবপুর থানা এলাকা হতে প্রধান আসামী মোঃ রাহাত সরকার (২০), পিতা-সাঈদ সরকার, মাতা-মোসাঃ তাসলিমা, সাং-পূর্ব চান্দনা, থানা-জয়দেবপুর, জিমএপি, গাজীপুর, এ/পি-সাং-ছায়াকুঞ্জ আবাসিক এলাকা, খাগান, বিরুলিয়া, থানা-সাভার, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়। গত ০৩/১১/২০২৩ তারিখ আসামী ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।