today visitors: 5073432

দেশের মানুষের কল্যাণে নিজেকে উপসর্গ করেছি ”প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

মোঃ অহিদুর রহমান খান নিজস্ব প্রতিবেদক
প্রথম বুলেটিন

দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চালু করেছি। দেশের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রচেষ্টা ছিল, আমাদের সাধারণ মানুষ যেন সবাই যাতায়াত করতে পারে। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়। আর্থিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বরং লাভবান হয় এবং সময়ের সঙ্গে যেন চলতে পারে। সেই উদ্দেশ্য নিয়েই যোগাযোগ ব্যবস্থা করার উদ্যোগ আমরা নিয়েছিলাম।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন শেষে অনুভূতি ব্যক্ত করে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। এটাই আমার বড় আকাঙ্ক্ষা। বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলবে না।

দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি : প্রধানমন্ত্রী
জ্বালাও-পোড়াও যেন বিএনপি-জামায়াতের উৎসব : প্রধানমন্ত্রী
মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও থেকে মাত্র ২৫ মিনিটে মতিঝিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৪১ মিনিটের দিকে মেট্রোরেলে আগারগাঁও থেকে যাত্রা শুরু করেন তিনি। এরপর ৩টা ৬ মিনিটে রেলের মতিঝিল প্রান্তে পৌঁছান।

এর আগে দুপুর আড়াইটার দিকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর দুপুর আড়াইটায় আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন ২০০ আমন্ত্রিত অতিথি।

বিকেল সাড়ে ৩টার দিকে আরামবাগের জনসভার মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতি। ওই জনসভায় যোগ দিতে সকাল থেকে দলে দলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
google নিউজ অনুসরণ করুন প্রথম বুলেটিন পত্রিকা পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *