মো:রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার গাজীপুর
প্রথম বুলেটিন
নিজের ফার্মেসিতে বসা ছিলেন ব্যবসায়ী ফারুক আহমেদ। হঠাৎ করেই লাঠিসোটা হাতে কয়েকজন কিশোর দৌড়ে এসে তাঁকে পেটাতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই পেটানোর মিশন শেষ করে তারা আবার চলেও যায়। দোকানের মেঝেতে পড়ে থাকেন রক্তাক্ত ফারুক।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চিহ্নিত কিশোর গ্যাংয়ের এমন তাণ্ডবের একটি ভিডিও মঙ্গলবার ভাইরাল হয়েছে ফেসবুকে। প্রকাশ্যে ওই ব্যবসায়ীকে পেটানোর দৃশ্য দেখে অবাক হয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রশাসনের কাছে বিচার চেয়ে মন্তব্য করছেন তারা। এ ঘটনায় মঙ্গলবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত ফারুক।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা গ্রামের আবুল কালামের ছেলে ফারুক আহমেদের একটি ফার্মেসি রয়েছে। সোমবার রাতে তিনি দোকানে বসা ছিলেন। হঠাৎ কিশোর গ্যাংয়ের কয়েজন সদস্য এসে তাঁর ওপর হামলা চালায়। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে কিশোর গ্যাংয়ের প্রকাশ্য এ হামলার ঘটনা।
স্থানীয়রা জানান, ফারুকের ওপর হামলার আগে ছাত্রলীগ নেতা মুরাদ হাসানকে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা রিকশা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করে। গুরুতর আহত মুরাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। মুরাদকে পেটানোর সময় তাঁর সঙ্গে ফারুকের ভাই সাইদুল ছিলেন। তখন সাইদুলকে পেটাতে না পেরে তাঁর ভাই ফারুকের দোকানে গিয়ে হামলা চালায়।
ছাত্রলীগের একটি পক্ষ বলছে, মুরাদ হাসান শ্রীপুর কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ার জেরে তাঁর ওপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা সাইফ হাসান নামে ছাত্রলীগের অন্য এক সভাপতি প্রার্থীর ভাড়াটে সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সাইফকে প্রধান আসামি করে ফারুক আহমেদ ১২ জন কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুনি ইউটিউব
তবে এ ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে সাইফ হাসান বলেন, কোনো ঘটনা ঘটলেই তাঁকে জড়ানো হয়। অথচ তিনি এর কিছুই জানেন না।
শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।