মাবিয়া আক্তার মুকুল
ইসলামী গবেষক প্রথম বুলেটিন
“তোমার পাল্কি উঠলো,
আমার খাটিয়া উঠলো,
ফুল তোমার উপরেও ঝরলো,
ফুল আমার উপরেও ঝরলো,
তফাত শুধু এটুকুই ছিলো –
তুমি সেজে গেলে,
আমাকে সাজিয়ে নিয়ে গেলো।
তুমিও নিজের ঘরে চললে,
আমিও নিজের ঘরেই চললাম,
তফাত শুধু এটুকুই ছিলো –
তুমি নিজেই উঠে গেলে,
আমাকে উঠিয়ে নিয়ে গেলো।
মাহফিল ওখানেও ছিলো,
লোকজন এখানেও ছিলো,
তফাত শুধু এটুকুই ছিলো –
ওখানে সবাই হাসছিলো,
এখানে সবাই কাঁদছিলো।
কাজি ওখানেও ছিলো,
মৌলভি এখানেও ছিলো,
দুটো আয়াত তোমার জন্যে পড়লো,
দুটো আয়াত আমার জন্যে পড়লো,
তোমার বিয়ে পড়ালো,
আমার জানাজা পড়ালো,
তফাত শুধু এটুকুই ছিলো –
তোমাকে করলো আপন,
আমাকে করলো দাফন।”
“এত ক্ষুদ্র মানব জীবনের কিসের এত অহংকার!!!
ঘুম ভাঙলে আগামীকাল,
আর না ভাঙলে পরকাল!!”
Leave a Reply