today visitors: 5073432

প্রথমবারের মতন মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বনমতি

মো:এরশাদ পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রথম বুলেটিন

প্রথমবারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন আইতানো বনমাতি। চলতি বছরের আগস্টে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে বড়সড় অবদান রাখার জন্য এই পুরস্কার জেতেন তিনি। সেই টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জয় করে নেন স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার।

দৈনিক প্রথম বুলেটিনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ জয়ে অবদানের পাশাপাশি বার্সেলোনার হয়েও গত মৌসুমে দারুণ পারফরমেন্স করেছেন বনমাতি। লিগ শিরোপার পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২১টি।

এদিকে, অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের জন্য এই পুরস্কার নিজের কাছে বহাল রাখেন তিনি। এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *