অনলাইন ডেস্ক প্রথম বুলেটিন
এবার ইসরায়েলের উপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এ হামলার দায় স্বীকার করেছে।
হুথি সরকারের প্রধানমন্ত্রী আবদেল আজিজ বিন হাবতার এএফপিকে বলেন, ইসরায়েলে হামলা চালানো এ ড্রোনগুলো ইয়েমেনের।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাতে ইসরায়েলকে ব্যপক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর হওয়ার পর থেকেই তেলআবিবকে সব দিক থেকে সহায়তা-সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। এমনকি ইসরায়েলকে প্রতিদিনই অস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন।
এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা
পেন্টাগনের উপপ্রেস সচিব সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে চলেছে।
তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র কীভাবে ব্যবহার করবে, তা নিয়ে আমাদের কোনো বিধিনিষেধ নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীই তাদের অপারেশন পরিচালনার ধরন নির্ধারণ করবে।
ইসরায়েলকে এমন সহায়তার কারণে বারবার হামলার মুখে পড়ছে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিগুলো। এর ফলে মধ্যপ্রাচ্যে আবারও একটি মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটিতে এ হামলা হয়। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি আন্তর্জাতিক সেনাঘাঁটিতে হামলা হয়েছে। চারটি কাতিউশা রকেট দিয়ে এ ঘাঁটিতে হামলা চালানো হয়। এ ঘাঁটিতে মার্কিনসহ আন্তর্জাতিক বিভিন্ন সেনারা রয়েছে।
সেনাবাহিনীর দুটি সূত্র জানিয়েছে, সেনাঘাঁটি থেকে কিছুটা দূরে রকেটগুলো পড়ে থাকতে পারে। এ ঘাঁটিতে হামলার কারণ বা হতাহতের তথ্য তাৎক্ষণিক জানা যায়নি
Leave a Reply