গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন পুড়ে চাই বিস্তারিত প্রথম বুলেটিনে

মো:রবিউল ইসলাম গাজীপুর প্রতিনিধি প্রথম বুলেটিন
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক যানবাহন পুড়ে ছাই হয়েছে।

জানা গেছে, শ্রমিক আন্দোলনের অষ্টম দিনে বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শ্রমিকরা। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে পৌরসভার বোর্ডমিল এলাকায় লিডা টেক্সটাইল নামক একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কারখানার ভেতরে থাকা ৫০টি মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করেন।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রায় অবস্থিত ওয়ালটন কারখানার সামনে ওয়ালটন প্লাজায় দুর্বৃত্তদের আগুনে কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এই প্লাজায় পঞ্চাশ থেকে ষাটটির মতো মোটরসাইকেল, এসি, ফ্রিজসহ ওয়ালটনের দামি দামি অসংখ্য পণ্য ছিল।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কয়েকটি স্থান থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওনা দিলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রাখে। ফলে আমাদের অনেকটাই বেগ পেতে হয়েছে। তবে পুলিশের সহায়তায় আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণান্তকর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *