মাগুরা প্রতিনিধি প্রথম বুলেটিন
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে অত্র বিদ্যালয়ের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি মহোদয় অভিবাদন মঞ্চ এর উদ্বোধন করেন। পুলিশ সুপার মহোদয় তার প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই এতো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজক কমিটির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। এছাড়াও তিনি মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের জন্য সকল শিক্ষক এবং উপস্থিত ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানান। পরিশেষে তিনি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির একটি রচনা প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা, অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ, কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply