তারেক জামিলের আত্মহত্যা নিয়ে যা জানালেন পরিবার

প্রথম বুলেটিন অনলাইন ডেস্ক

পাকিস্তানের জনপ্রিয় ধর্মীয় পণ্ডিত মাওলানা তারিক জামিলের ছোট ছেলে আসিম জামিলের আত্মহত্যার কারণ জানিয়েছেন তার বড় ছেলে ইউসুফ। তীব্র বিষণ্ণতা থেকেই আত্মহত্যা বলে জানিয়েছেন তিনি।

দৈনিক প্রথম বুলেটিনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পাঞ্জাবের নিজেদের আদি শহর তালাম্বাতে বাড়িতে আত্মহত্যা করেন আসিম। পুলিশ রোববার ঘটনার প্রাথমিক তদন্তের পরে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার এক ভিডিও বার্তায় ইউসুফ বলেন, আসিম শৈশব থেকেই মারাত্মক বিষণ্নতায় ভুগছিলেন এবং গত ছয় মাসে তার অসুস্থতা আরও বেড়েছে।

তিনি জানান, তার ছোট ভাই অসুস্থতার জন্য ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি (ইসিটি) করছিলেন। কিন্তু তাকে বৈদ্যুতিক শক দিয়েও কোনো লাভ হয়নি।

ইউসুফ বলেন, তার ছোট ভাই বাড়িতে একা ছিলেন এবং তিনি ‘যন্ত্রণা সহ্য করতে না পারায়’ নিরাপত্তারক্ষীর অস্ত্র দিয়ে নিজেই নিজেকে গুলি করেন।

আসিমের মৃত্যুর বিষয়ে গুজব প্রত্যাখ্যান করে ইউসুফ বলেন, তার কারও সঙ্গে শত্রুতা ছিল না বা কেউ তার ওপর হামলাও করেনি। এটাই ছিল তার নিয়তি এবং আমরা আল্লাহর এই সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট।

মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) ক্যাপ্টেন (অব.) সোহেল চৌধুরীর মতে, ‘ডিপিও (জেলা পুলিশ কর্মকর্তা) একটি সিসিটিভি ফুটেজ দেখেছেন যাতে দেখা যাচ্ছে আসিম জামিল আত্মহত্যা করছেন।’

আরপিও চৌধুরী আরও বলেন, আসিম একজন মানসিক রোগী ছিলেন এবং বহু বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৩০ বোরের পিস্তল দিয়ে আত্মহত্যা কেরেছেন। গৃহকর্মী ইমরানকে পিস্তল আনতে বলেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *