মারিয়া আক্তার মুকুল ইসলামি গবেষক প্রথম বুলেটিন
একটি যাত্রীভরা বাস চলতেছিল।
হঠাৎ ড্রাইভার বাসটিকে থামালেন ।
গাড়ি থামানোর কারন জানতে চাইল যাত্রীরা ।
সে (ড্রাইবার) উত্তর দিল, "এই যে একজন বৃদ্ধ লোক দেখচ্ছেন ' যিনি বাসে উঠার জন্য হাত নাড়াচ্ছেন, উনার জন্য আমি বাস থামাচ্ছি।"
যাত্রীরা বিষ্মিত হয়ে বলল,
"আমরা তো কাউকে দেখছি না।"
সে বলল, ঐ যে ওখানে উনার দিকে তাকান।
আবারও যাত্রীরা বলল,
"কাউকে দেখা যাচ্ছে না।"
এবার ড্রাইবার বলল,
এখন দেখুন,
লোকটি বাসে উঠছে!!
যাত্রীরা বিষ্ময়ে হয়ে চিৎকার করে বলছে,
"সৃষ্টিকর্তার কসম! আমরা কাউকে দেখতে পাচ্ছি না।
তারপর
এক মুহুর্তের মধ্যেই ড্রাইভার তার আসনেই মা/রা
গেল।
হতে পারে এই বৃদ্ধ লোকটিই ছিলেন সৃষ্টিকর্তার বাহক।
কার মৃত্যু কখন কিভাবে আসবে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন। সৃষ্টিকর্তা' আমাদের সবাইকে সুন্দর মৃ/ত্যু দিও
#অনুগল্প