শিরিন শারমিন অনুসন্ধানী প্রতিবেদক প্রথম বুলেটিন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির সমাবেশস্থলে হামলা ও সহিংসতার ঘটনায় দলটির নেতারা এর দায় এড়াতে পারেন না। এ জন্য মির্জা ফখরুল ইসলামকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এই ঘটনায় যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি হামলা করেছে। তারা বাসে আগুন দিচ্ছে, জনজীবন অতিষ্ঠ করে তুলছে। সব অগ্নিসংযোগে দাহ্য পদার্থ ব্যবহার করছে। ১০/১২টি বাস তারা পুড়িয়ে দিয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠানের বাসও পুড়িয়েছে। এছাড়া বাইডেনের উপদেষ্টার নামে কাকে আনা হয়েছে সেটি দেখা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply