বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, আর জীবন দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ডিএমপি’র পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ভাই।

মানিকগঞ্জ প্রতিনিধি প্রথম বুলেটিন

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড চরকাটারি গ্রামের বাসিন্দা পারভেজ ভাইয়ের নদীভাঙ্গা পরিবার বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন ফয়েজপুর গ্রামে বসবাস করছে। তার তৃতীয় শ্রেণী পড়ুয়া একটি কন্যার সন্তান রয়েছে, যার লেখাপড়া এবং অসুস্থ বাবা ও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করবে, এই প্রত্যাশা।

Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে অতিশীঘ্র সাধ্যমতো সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ সোবহানাল্লাহ তায়ালা তাঁর জন্য জান্নাতের ফয়সালা করে দিক।

অনতিবিলম্ব, এমন ন্যাক্কারজনক হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *