চাঁদপুরে মাদক বিরোধী অভিযান; ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ আটক ০২

চাঁদপুর প্রতিনিধি প্রথম বুলেটিন

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর তত্ত্বাবধানে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনকৃত ০১টি মোটরসাইকেল আটক করে চাঁদপুর ডিবি পুলিশ।

এসআই (নিঃ)/মাজহারুল হক এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গত ২৭/১০/২০২৩খ্রিঃ তারিখ ২০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড এর হোসেনপুর মতলব সড়কের বটতল নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় সাব্বির মাল এর দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে সাদা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং পরিবহনে ব্যবহৃত একটি নাম্বার বিহীন লাল কালো রংয়ের ZAARA-110CC মোটর সাইকেল জব্দ করে। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল এর দাম ১,৩০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ১। সাব্বির মাল (২২) ২। রাসেল প্রধানীয়া (৩০)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানার মামলা নং১১৯,তাং২৮/১০/২০২৩ ইং, ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *