শিরিন শারমিন
প্রথম বুলেটিন গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে চতুর্থদিনের মত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শতাধিক পোশাক শ্রমিক। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল থেকে কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ-মিছিল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
পুলিশ জানায়, শ্রমিকরা সর্বনিম্ন মূলবেতন ২৩ হাজার টাকা করার দাবিতে চারদিন ধরে বিক্ষোভ করছে। এছাড়াও শ্রমিকরা বলছেন তাদের এই দাবি মেনে নেয়া না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
Leave a Reply