রাঙ্গামাটি জেলা পুলিশে কর্মরত দুই পুলিশ কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

রাঙ্গামাটি প্রতিনিধি প্রথম বুলেটিন

আজ ২৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব রওশন আরা রব এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহেল বাকী এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়সহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তাগণের সাথে কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাগণকে শুভেচ্ছা উপহার ও স্মারক প্রদান করেন।

এরআগে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মুঃ সাইফুল ইসলাম মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মহোদয়।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *