চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রথম বুলেটিন
আজ বিজয়া দশমী। পাঁচ দিনব্যাপী সার্বজনীন শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। চুয়াডাঙ্গা জেলার প্রতিমা বিসর্জনের বিভিন্ন স্থান অদ্য ২৪.১০.২০২৩ খ্রি: তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা হতে পরিদর্শন ও নিরাপত্তা ডিউটি তদারকি করেন ড. কিসিঞ্জার চাকমা, সম্মানিত জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলায় এ বছর ১২১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজামণ্ডপে নিয়েজিত সকল পুলিশ, আনসার, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকিকে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
Leave a Reply