today visitors: 5073432

দামুড়হুদা মডেল থানা কর্তৃক মামলা রুজুর ০৪(চার) ঘন্টার মধ্যে চুরি যাওয়া ০১(এক) টি পাখিভ্যানসহ চোরাই আরও ০১(এক) টি ইজিবাইক এবং ০১(এক) টি পাখিভ্যান উদ্ধার।। গ্রেফতার ০৩(তিন) জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রথম বুলেটিন

চুয়াডাঙ্গা সদর থানাধীন গুলশানপাড়া গ্রামের মোঃ মিজানুর হকের স্ত্রী মোছাঃ আম্বিয়া খাতুন(৫২) থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, গত ৩১.০৮.২০২৩ তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকা হতে ১১:১০ ঘটিকার মধ্যে যেকোন সময় দামুড়হুদা থানাধীন দামুড়হুদা বাজারস্থ শহিদুল মার্কেট সংলগ্ন গ্রামীণ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা চোর তার তিনচাকা বিশিষ্ট পাখিভ্যান চুরি করে নিয়া যায়। এ সংক্রান্তে দামুড়হুদা মডেল থানার মামলা নং-২২, তাং-২৪.১০.২০২৩ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ তৌহিদুল ইসলাম ও এএসআই(নিঃ) মোঃ তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২৪.১০.২০২৩ খ্রিঃ বেলা আনুমানিক ১৫:০০ ঘটিকায় ঝিনাইদহ ও কুষ্টিয়া থানা এলাকা হতে চুরি যাওয়া ০১(এক) টি পাখিভ্যানসহ চোরাই আরও ০১(এক) টি ইজিবাইক এবং ০১(এক) টি পাখিভ্যান উদ্ধার করে এবং ঘটনার সহিত জড়িত মোট ০৩(তিন) জন আসামী গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ শিপন(৩০), পিতা-মোঃ সঞ্জের আলী মন্ডল, সাং-রঘুনাথপুর, থানা-হরিনাকুন্ডু, জেলা- ঝিনাইদহ
২। মোঃ আবুল হোসেন(২২), পিতা-মোঃ বাহার আলী, সাং-মধুপুর, থানা-ইবি
৩। মোঃ রুবেল(২৫), পিতা-মোঃ মতিয়ার বিশ্বাস, সাং-বেলনগর, থানা-কুমারখালী, উভয় জেলা- কুষ্টিয়া।

উদ্ধারঃ
➡️ ০২(দুই)টি পাখিভ্যান, যার মূল্য অনুমান ২,১০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা এবং
➡️ ০১(এক)টি ইজিবাইক, যার মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *