মো: আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি তারাকান্দা ময়মনসিংহ।
তারাকান্দায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেন প্রতিবেশী। এ বিষয়ে নিহতের ছেলে বাদী হয়ে ৩ জন কে আসামি করে হত্যা মামলা দায়েরের পরে পুলিশ একজন কে আটক করে আদালতে প্রেরন করেছেন। অপর দুই আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার এজাহার থেকে জানা যায়, গত রোববার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের নতুন বাজার কান্দাপাড়া এলাকায় লাইছ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আজিজুল হক (৪০) নামে অভিযুক্ত প্রতিবেশীকে আটক করে পুলিশ।
নিহত লাইছ উদ্দিন ওই এলাকার আমির শেখের ছেলে। আটক আজিজুল হক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন লাইছ উদ্দিন দুপুরে নিজ বাড়ির উঠানে বসে পুরাতন কার্টন পরিষ্কার করছিলেন। এ সময় আজিজুল হক অতর্কিত ভাবে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা লাইছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজিজুল হক কে প্রধান আসামি করে নুরুল আমিন এবং তানিয়া আক্তার কে অভিযুক্ত করে নিহতের ছেলে সুমন তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনার পর অভিযুক্ত আজিজুল হককে আটক করা হয়েছে। অভিযুক্ত অপর দুইজন পলাতক রয়েছে তাদের ধরতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।