today visitors: 5073432

যশোর জেলার কোতয়ালীর মুজিব সড়কে সংঘটিত হত্যা মামলার মূলরহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার।

শিরিন শারমিন ক্রাইম রিপোর্টার প্রথম বুলেটিন

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
অত্র মামলার বাদিনীর রুপবান (৫৩), পিতামৃত- আফসার, স্বামী মৃত- হাবিবুর গাজী, সাং- খড়কী (বামনপাড়া), থানা- কোতয়ালী, জেলা- যশোর এর ছেলে ডিসিস্ট রিপন (২৪) লেদ মিস্ত্রীর কাজ করত। ইং-১৬/১০/২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৪০ ঘটিকায় বাদিনীর ছেলে ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান, বিপুল হোসেন দের নিয়ে কেনাকাটা করার উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মামলার এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামীরা চাকু দ্বারা কুপাইয়া রক্তাক্ত জখম করে। তিনজনকেই চিকিৎসার জন্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল যশোরে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ডিসিস্ট রিপন’কে মৃত ঘোষণা করেন। বাদিনীর এজাহারের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৯, তাং- ১৭/১০/২৩ খ্রিঃ, ধারা-৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব রেজাউল করিম তদন্ত করছেন।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে মাঠে নামে।

তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামীর অবস্থান সনাক্ত করে ডিবির এসআই শাহীনুর রহমান, তদন্তকারী কর্মকর্তাকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া ১৮/১০/২৩ তারিখ ০১:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানা এলাকা হতে ঘটনায় জড়িত আসামী (১) তানমীন হোসেন ইমন (২০) কে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করেন।

প্রাথমিকভাবে স্বীকার করে যে, আসামীরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অত্র হত্যাকান্ড সংঘটিত করেছে।

আসামীর তথ্যঃ
(১) তানমীন হোসেন ইমন (২০), পিতা- আব্দুর জব্বার, সাং- চাচঁড়া ডালমিল, বর্তমান- খড়কী, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
(১) হত্যাকান্ডে ব্যবহৃত বার্মিজ চাকু- ১টা।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *