আসন্ন শারদীয়া দূর্গা পূজাকে সামনে রেখে আজ ১৮/১০/২৩ তারিখ দূর্গাপূজা-২০২৩ নির্বিঘ্নে উদযাপন উপলক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের পাশাপাশি আইন-শৃঙ্খলা সুষ্ঠু ও স্বাভাবিক রাখার লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের সার্বিক সহযোগিতা করবে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নসহ সার্বিক আইন-শৃঙ্খলা সুষ্ঠু ও স্বাভাবিক রাখাতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সরকারি নির্দেশনা কঠোর ভাবে মেনে মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পূজা নিরাপত্তা পরিষদ গঠন (সকল শ্রেণী পেশার সমন্বয়), স্বেচ্ছাসেবক নিয়োগ, রেজিস্টার ব্যবস্থাকরণ, নৈশ্য পাহারার ব্যবস্থাকরণের নির্দেশনা দেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আসাদুজ্জামান, অতিঃ পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জনাব মোঃ রাসেলুর রহমান অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব মোঃ মাসুদ রানা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply