দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দিরাই থানায় একটি নতুন গাড়ি প্রদান।
সাধারণ জনগনের মাঝে থানা এলাকায় চলমান পুলিশি সেবা বৃদ্ধির লক্ষ্যে দিরাই থানায় একটি ডাবল কেবিন পিকআপ গাড়ি প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৫ অক্টোবর ২০২৩ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। এ সময় দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেনের হাতে নতুন গাড়ির চাবি তুলে দেয়া হয়। গাড়িটি দিরাই থানা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, টহল বাড়ানোসহ পুলিশি বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক ও সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply