গতকাল ১৫/১০/২০২৩খ্রি. গাজীপুর জেলার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

গাজীপুর প্রতিনিধি প্রথম বুলেটিন
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করে অংশগ্রহণকারী সদস্যদের প্যারেড এর মান ও টার্ন-আউট পরিদর্শন ও জেলা পুলিশের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন জনাব কাজী শফিকুল আলম বিপিএম, পুলিশ সুপার, গাজীপুর । পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্); জনাব মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি), জনাব উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-মেবা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *